সর্বশেষ নোটিশ
প্রতিষ্ঠান পরিচিতি:
হাজী শরীয়াতুল্লাহ্ মডেল মাদরাসাটি ২টি ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। ১. (একাডেমিক ক্যাম্পাস) ইউ/৭, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা ২. (স্পেশালাইজড হিফয কাম একাডেমিক) ১৪/এ/১০. সলিমুল্লাহ্ রোড, মোহাম্মদপুর, ঢাকা। ইহকাল ও পরকালের সফলতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২০১৫ সালে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচশত জনের অধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এর পরিচালনায় রয়েছেন বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবিত Eclectic method (সারগ্রাহী পদ্ধতি) Four Skills (চার দক্ষতা); পাঠক্রম, পাঠ্যসূচী, পাঠ্যবই এবং আধুনিক পাঠদান পদ্ধতির প্রয়োগিক গবেষক ও শিক্ষক ড. মুহাম্মদ তাজুল ইসলাম (সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এছাড়াও পরিচালনা কমিটিতে রয়েছেন দেশের সর্বোচ্চ স্তরের বিদ্যানুরাগী শিক্ষক ও গবেষক ব্যক্তিবর্গ। “আপনার সন্তান দুনিয়োতে হোক সৎ, যোগ্য ও অল-রাউন্ডার; আর পরকালে হোক জান্নাতের অধিবাসী এবং আপনার জন্য সুপারিশকারী”
Leave a Reply