• hsmmedu@gmail.com
  • 01795-12 28 74

পরীক্ষা সংক্রান্ত জরুরী ঘোষণা

আসসালামু ‘আলাইকুম, HSMM এর সম্মানিত অভিভাবকগণ অবগত আছেন যে,
শিক্ষার্থীদের একাডেমিক ২য় পর্ব পরীক্ষা ২০২৪ (স্পশালাইজড হিফযসহ) আগামীকাল ১৪. ০৯. ২৪, শনিবার শুরু হতে যাচ্ছে, ইন-শাা-আল্লাহ।

পরীক্ষার সময়:
সকাল ৮:০০ টা থেকে ১০:০০টা প্লে, নার্সারি, কেজি ও ১ম শ্রেণি (সকল সেকশন);

সকাল ১০:৩০ থেকে ১২:৩০/ ১:০০/ ১:৩০টা ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম (সকল সেকশন)।

আশা করছি, আমাদের সকল শিক্ষার্থী অত্যন্ত আনন্দের সাথে ব্যবহারিক পদ্ধতির পরীক্ষার এ আসরটি সুসম্পন্ন করবে, ইন-শাা-আল্লাহ!

সকলের স্বার্থে এবং সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় জরুরি নিয়ম:

১. শিক্ষার্থীরা প্রবেশপত্র হাতে করে ভিতরের গেট দিয়ে প্রবেশ করবে;

২. ৮:১৫ এর পূর্বে সম্মানিত অভিভাবকগণকে ভিতরে (গ্রাউন্ড ফ্লোরে) প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে নিচে চেয়ারে বসবে;

  1. একইভাবে ১০:২০ থেকে ১১:১৫ পর্যন্ত সম্মানিত অভিভাবকগণকে ভিতরে (গ্রাউন্ড ফ্লোরে) না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এ সময় দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা নিচে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসবে;

৪. প্রত্যেক শিফটের শিক্ষার্থীদেরকে পরীক্ষা শেষেই (নিচে না বসে) নিয়ে যাওয়ার জন্য সম্মানিত অভিভাবকদেরকে বিশেষভাবে অনুরোধ করা হল।

৫. শিক্ষার্থীদের ফ্লোর ও আসন প্লান বাহিরে, ভিতরে এবং প্রত্যেক ফ্লোরে টানিয়ে দেয়া হয়েছে;

৬. শিক্ষার্থীদেরকে উপরে উঠানো এবং যথা আসনে বসিয়ে দেয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মানিত অভিভাবকদের একান্ত সহযোগিতা কামনায়

– কর্তৃপক্ষ, HSMM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *