সর্বশেষ নোটিশ
পরীক্ষা সংক্রান্ত জরুরী ঘোষণা
আসসালামু ‘আলাইকুম, HSMM এর সম্মানিত অভিভাবকগণ অবগত আছেন যে,
শিক্ষার্থীদের একাডেমিক ২য় পর্ব পরীক্ষা ২০২৪ (স্পশালাইজড হিফযসহ) আগামীকাল ১৪. ০৯. ২৪, শনিবার শুরু হতে যাচ্ছে, ইন-শাা-আল্লাহ।
পরীক্ষার সময়:
সকাল ৮:০০ টা থেকে ১০:০০টা প্লে, নার্সারি, কেজি ও ১ম শ্রেণি (সকল সেকশন);
সকাল ১০:৩০ থেকে ১২:৩০/ ১:০০/ ১:৩০টা ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম (সকল সেকশন)।
আশা করছি, আমাদের সকল শিক্ষার্থী অত্যন্ত আনন্দের সাথে ব্যবহারিক পদ্ধতির পরীক্ষার এ আসরটি সুসম্পন্ন করবে, ইন-শাা-আল্লাহ!
সকলের স্বার্থে এবং সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় জরুরি নিয়ম:
১. শিক্ষার্থীরা প্রবেশপত্র হাতে করে ভিতরের গেট দিয়ে প্রবেশ করবে;
২. ৮:১৫ এর পূর্বে সম্মানিত অভিভাবকগণকে ভিতরে (গ্রাউন্ড ফ্লোরে) প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে নিচে চেয়ারে বসবে;
- একইভাবে ১০:২০ থেকে ১১:১৫ পর্যন্ত সম্মানিত অভিভাবকগণকে ভিতরে (গ্রাউন্ড ফ্লোরে) না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এ সময় দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা নিচে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসবে;
৪. প্রত্যেক শিফটের শিক্ষার্থীদেরকে পরীক্ষা শেষেই (নিচে না বসে) নিয়ে যাওয়ার জন্য সম্মানিত অভিভাবকদেরকে বিশেষভাবে অনুরোধ করা হল।
৫. শিক্ষার্থীদের ফ্লোর ও আসন প্লান বাহিরে, ভিতরে এবং প্রত্যেক ফ্লোরে টানিয়ে দেয়া হয়েছে;
৬. শিক্ষার্থীদেরকে উপরে উঠানো এবং যথা আসনে বসিয়ে দেয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে।
সম্মানিত অভিভাবকদের একান্ত সহযোগিতা কামনায়
– কর্তৃপক্ষ, HSMM
Leave a Reply